দুই সদস্যের চিকিৎসার জন্য এবি ব্যাংকের কাছে আউবা`র চাঁদা দাবি
কক্সবাজারের চকরিয়ায় এবি ব্যাংক স্থানীয় শাখা ব্যবস্থাপকের কাছে মুঠোফোনে একলাখ টাকা চাঁদা দাবি করেছেন আনছার উল্লাহ বাংলা (আউবা) টিমের প্রধান দাউদ খান নামের এক ব্যক্তি।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৫৫মিনিটে ব্যাংকের টেলিফোনে অজ্ঞাতস্থান থেকে ০১৮৬৯-৮৭৪১১৩ নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মঈন উদ্দিন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে বুধবার সকালে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১২৫৪) করেছেন।
চকরিয়া থানা পুলিশের ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল চৌধুরী বলেন, মঙ্গলবার বেলা ১২টা ৫৫মিনিটে আনছার উল্লাহ বাংলা টিমের প্রধান দাউদ খান নামের এক ব্যক্তি ফোন করেন চকরিয়া সদরে অবস্থিত এবি ব্যাংক স্থানীয় শাখা ব্যবস্থাপক মঈন উদ্দিনের ব্যবহৃত টিএন্ডটি টেলিফোনে।
ব্যাংক ব্যবস্থাপকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শিমুল চৌধুরী বলেন, ফোনে অপর প্রান্ত থেকে বাংলা টিমের প্রধান দাউদ খান ব্যাংক ব্যবস্থাপককে জানান, তাদের (বাংলা টিম) দুইজন সদস্য বর্তমানে গুরুতর অসুস্থ। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হবে। এজন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। তাই আপনাকে (এবি ব্যাংক ব্যবস্থাপক) একলাখ টাকা চাঁদা দিতে হবে।
পুলিশ কর্মকর্তা শিমুল চৌধুরী বলেন, সর্বশেষ বাংলা টিমের ওই নেতা ব্যাংক ব্যবস্থাপকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।
চকরিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ব্যাংক ব্যবস্থাপকের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পরে ওই জিডি তদন্তের জন্য কক্সবাজার জেলা বিশেষ গোয়েন্দা বিভাগের কাছে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এমএএস/পিআর