বরিশালকে চেপে ধরেছে কুমিল্লা


প্রকাশিত: ০১:২০ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়েছে বরিশাল বুলস। মাত্র ৩ রানে ২ উইকেট হারায় দলটি। একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন শ্রীলঙ্কান নুয়ান কুলাসেকেরা।

ইনিংসের দ্বিতীয় ওভারে শাহরিয়ার নাফিস এবং ব্র্যান্ডেন টেইলরকে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান এই লঙ্কান। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান।

এদিন বরিশাল তাদের উইনিং কম্বিনেশন ধরে রাখলেও একাদশে দুটি পরিবর্তন এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসের পরিবর্তে দলে ঢুকেছেন ধীমান ঘোষ এবং ক্রিসমার সান্তোগির পরিবর্তে শ্রীলঙ্কান নুয়ান কুলাসেকেরাকে একাদশে এনেছে কুমিল্লার দলটি।

এর আগে বরিশাল বুলস নিজেদের দুই ম্যাচের দুটিতেই জয়ি হয়ে রংপুর রাইডার্সের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে হারলেও পরের ম্যাচে মাশরাফি বিন মুর্তজার ব্যাটিং নৈপুণ্যে জয় পায় কুমিল্লা।   

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ধীমান ঘোষ, ইমরুল কায়েস, শুভাগত হোম, অলক কাপালি, মাহমুদুল হাসান, আবু হায়দার,  সুনীল নারাইন, মারলন স্যামুয়েলস, নুয়ান কুলাসেকেরা,  আশার জাইদি।

বরিশাল বুলস :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মোহাম্মদ সামি, নাদিফ চৌধুরী,  সিকুজি প্রসন্ন, রনি তালুকদার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, কেভিন কুপার, শাহরিয়ার নাফিস, ব্রান্ডেন টেইলর, তাইজুল ইসলাম।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।