মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া গোবিন্দবাড়ি এলাকায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক।
নিহতের নাম আসিফ হোসেন খান বাবু (২২)। তিনি পার্শ্ববর্তী ঘিওর গ্রামের মহর আলীর ছেলে। বুধবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাটি বহন করার জন্য ট্রাকটি আরিচা থেকে ঘিওর যাচ্ছিল। গোবিন্দবাড়ি পল্লী বিদ্যু অফিসের সামনে ওভারটেকিং করার সময় দ্রুত গতির বাস দেখে ট্রাকটি ডানে চাপানোর চেষ্টা করেন চালক। এতে রাস্তার পাশে একটি বট গাছের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। এরপর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে প্রায় এক ঘণ্টা বাবু ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয়রা নানা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সাগর আলীকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সোহরাব হোসেন জাগো নিউজকে জানান, ট্রাকটি চালক নয় তার সহকারী চালাচ্ছিলেন। এ কারণে চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
বি.এম খোরশেদ/এমজেড/আরআইপি