জলঢাকা পৌর মেয়রের কৃষকলীগে যোগদান
নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু চারজন কাউন্সিলরসহ জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যোগ দিলেন উপজেলা কৃষকলীগে।
দীর্ঘদিন থেকে পৌর মেয়র আওয়ামী লীগে যোগদান করবেন এমন গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার রাতে কৃষকলীগে যোগদানের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। স্থানীয় ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে যোগদান অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি থেকে আসা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় মেয়রের সঙ্গে ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়, ৩নং ওয়ার্ডের মোশফেকুর রহমান চৌধুরী, ৮নং ওয়ার্ডের রনজিৎ কুমার রায় ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোশফেকুর রহমানের সহধর্মিনী কৃষকলীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী, পৌর সভাপতি মোখলেছুর রহমান সনজু, সাধারণ সম্পাদক রইসুল হক বাবলু সাংগঠনিক সম্পাদক মানিকসহ স্থানীয় উপজেলা ও পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ। এর আগে যোগদানকারী পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। যোগদান শেষে একটি আনন্দ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মেয়র বাবলু বলেন, আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমার বাবাও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকাবাসী জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী প্রার্থী হওয়ার লক্ষে বর্তমান পৌরসভা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু জাতীয় পাটি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
জাহেদুল ইসলাম/এমজেড/আরআইপি