গণপরিবহন সংকট নিরসনে ৬০টি দ্বিতল বাস নামাচ্ছে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০২ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন ফাঁকা রেখে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে গণপরিবহন। এতে যাত্রীদের থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়া হচ্ছে। কিন্তু গণপরিবহন সংকটের কারণে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ৬০টি দ্বিতল বাস নামানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি সূত্র জানা গেছে, রাজধানীর বিভিন্ন রুটের ছয় শতাধিক বিআরটিসি বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মত বিআরটিসি বাস অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। নির্ধারিত সময়ে অফিস বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানতে চাইলে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বৃহস্পতিবার ৩৬টি দ্বিতল বাস নামানো হয়েছে। আগামী রোববার আরও ২৪টি বাস সড়কে যাত্রী পরিবহন শুরু করবে। এই বাসগুলো বিআরটিসির নির্দিষ্ট ডিপোতে মেরামত করে রাখা হয়েছিল।

এমএমএ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।