স্যামিকে ফেরালেন ইয়াসির


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৫ নভেম্বর ২০১৫

ড্যারেন স্যামিকে সাজঘরে ফিরিয়ে খেলায় ফিরে এসেছে ঢাকা ডায়নামাইটস। পাকিস্তানি বোলার ইয়াসির শাহর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভার শেষে ৪ উইকেটে রংপুরের সংগ্রহ ১৪২ রান।

এর আগে আবুল হোসেন রাজুর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মো. মিঠুন। দলের জন্য মূল্যবান ৩৪ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২২ বলে ৩টি চার এবং ২টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। ১১তম ওভারে লেন্ডন সিমন্সকে ফরহাদ রেজার হাতে তালুবন্দি করে আউট করেন মোশারফ হোসেন। তবে আউট হবার আগে অর্ধশতক তুলে নেন এই ক্যারাবিয়ান। ৩৯ বলে ৫টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫১ রান করেন এই ওপেনার। রংপুর শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহামান। মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার (১৮)।

ঢাকা ডায়নামাইটস :

কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, ফরহাদ রেজা, আবুল হাসান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, রায়ান টেন ডেসকাট।

রংপুর রাইডার্স :

সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মোঃ আল-আমিন, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।