রংপুরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সড়ক অবরোধ


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৫ নভেম্বর ২০১৫

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টাব্যাপি অবরোধ চলাকালে বক্তারা বলেন, প্রতি বছরই বোর্ড নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো টাকা না নেয়ার নির্দেশনা থাকলেও বেশিরভাগ স্কুলই তা অনুসরণ করে না। বরং শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করে। বেশির ভাগ দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে কয়েক গুণ বাড়তি ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা কষ্টকর হয়ে উঠে।

বক্তারা আরও বলেন, বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান- ১৪৪৫, মানবিক ও বাণিজ্য- ১৩৫৫ টাকা হলেও স্কুলগুলো এর কয়েক গুণ বেশি ফি আদায় করেছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের আদেশ অনুযায়ী আদায়কৃত বাড়তি টাকা ফেরত দেয়ার নির্দেশ দিলেও এখনও তা ফেরত দেয়নি। বরং স্কুলগুলো অভিভাবকদের ভয়-ভীতি প্রদর্শন করছে।

aborodh

অবরোধ চলাকালীন প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক এনামুল হক, আয়শা বেগম, বাপ্পী রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার সভাপতি আহসানুল আরেফিন তিতু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কামরুন্নাহার খানম শিখা, হোজায়ফা সাকওয়ান জেলিড,শিক্ষার্থী বাদল, আরমান প্রমুখ।

অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে জানতে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীনের সঙ্গে দেখা করতে চাইলেও তাকে পাওয়া যায়নি। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে গেটে তালা লাগিয়ে দেয়া হয়। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।