সংসদে আবুল কাসেমের জানাজা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৫ নভেম্বর ২০১৫

চট্টগ্রাম- ৪  (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাসেমের নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ আ.স.ম, ফিরোজ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদের হুইপ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুনগ্রাহী এ জানাজায় শরীক হন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনা,স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমবিএম আবুল কাসেম। তিনি কিডনি রোগে ভুগছিলেন।  সর্বশেষ অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।