তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১০ নভেম্বর ২০১৪

হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদানের বছর পূর্তি উপলক্ষে এ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে। সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্র্রীয় কার্যালয়ের সামনে এক র‌্যালির আয়োজন করে তারা।

২০১৩ সালে ১০ নভেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেন।
সোমবার (১০ নভেম্বর) এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

তিনি বলেন, আমাদের দেশে যেমন পুরুষ ও মহিলাদের সম্মান করা হয় ঠিক তেমনি হিজড়া সম্প্রদায়কেও সম্মান প্রদর্শন করতে হবে। তাদেরও এই সমাজে বসবাস করা এবং সমঅধিকার রয়েছে। তাদের স্বাভাবিক জীবন-যাপন করার অধিকার রয়েছে। তাদেরকে কোনভাবেই তুচ্ছ-তাচ্ছিল্য বা অবজ্ঞা করা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।