করোনাকালে নতুন এনআইডি নিয়েছেন ৪৫ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২১

২০২০ সালের মার্চে দেশে করোনা মহামারি শুরু হলে অন্যান্য সেবার মতো জাতীয় পরিচয় পত্রও অনলাইনে দেয়া শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত অনলাইনে নতুন এনআইডি কার্ড ডাউনলোড বা উত্তোলন করেছেন ৪৪ লাখ ৮১ হাজার ৩৬৯ জন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, করোনা শুরুর পর থেকে অনলাইনে মোট ৫টি সেবা দিচ্ছে ইসি। সেই ৫টি সেবা কত মানুষ গ্রহণ করেছেন তার একটি তালিকাও তৈরি করেছে ইসি।

তালিকা অনুযায়ী, করোনা শুরুর পর থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত সময়ে এনআইডির সাইট ভিজিট করেছেন ৭১ লাখ ১ হাজার ৫৫৮ জন, নতুন আবেদন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৪৫ জন, সংশোধনীর জন্য আবেদন করেছেন ৪ লাখ ৮১ হাজার ৩৭০ জন, হারানো কার্ড উত্তোলনের আবেদন করেছেন ১৫ লাখ ৫৫ হাজার ৯৬২ জন এবং নতুন এনআইডি কার্ড ডাউনলোড বা উত্তোলন করেছেন ৪৪ লাখ ৮১ হাজার ৩৬৯ জন।

পিডি/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।