শুক্রবার শুরু হচ্ছে ছারছীনা দরবার শরীফের ১২৫তম মাহফিল
উপমহাদেশের ইসলামি শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র নেছারাবাদের পবিত্র ছারছীনা দরবার শরীফের ১২৫তম মাহফিলের প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিল শুরু হবে। বর্তমানে, মাহফিলের প্রধান ফটক, ভেতরের অন্যান্য গেট ও প্যান্ডেলের যাবতীয় কাজ শেষ হয়েছে।
এছাড়া, মাহফিলের ছোট খাট অন্যান্য কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী ইংরেজি ২৮, ২৯ ও ৩০ শনি, রবি ও সোমবার তিন দিনব্যাপী মাহফিল চলবে এবং সোমবার (৩০ নভেম্বর) বাদ জহরের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
সরেজমিন ঘুরে জানা যায়, গত এক মাস আগে থেকে বৃহত্তর বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দ্বীনদার মুসলমানগণ পরকালের নৈকট্য লাভের আশায় মাহফিলে আগত মুসলমানদের জন্য মাহফিল প্রস্তুতির কাজে অনায়েশে স্বাছন্দভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের একটু দীদার লাভ, রাসূলের আদর্শ লাভের আশায় ও এ পবিত্র দরবারের প্রতিষ্ঠাতা দাদা হুজুর হযরত মাওলানা নেছার উদ্দীন (রহ.)-এর অনুসারি হওয়ার জন্য যুগে যুগে অর্থ্যাৎ, দরবার প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার সন্ধ্যা নদীর কিনার ঘেষে অবস্থিত দরবারের মাহফিলকে ভক্ত অনুসারিরা স্বার্থক করে তুলছে।
মাহফিলে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক, ওলামা ও খোলাফায়েবৃন্দের ওয়াজ নছীহত শ্রবণ করার মানসে ইতোমধ্যে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস, লঞ্চ যোগে দলে দলে করে দরবারের অসংখ্য ভক্ত, আশিক ও মুরিদগণ জমায়েত হতে শুরু করেছেন মাহফিল ময়দানে।
উল্লেখ্য, মাহফিলে ছারছীনার পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ ছাহেব ৩ দিনের ওই মাহফিলের প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব তালীম তালকীন পেশ করবেন বলে জানা যায়।
ছারছীনার ছেলছেলার ওলামা, খোলাফা, মোহেব্বীন, তা`লীমদাতা পীর ভাই এবং বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহর কর্মী ও দ্বীনদার মুসলমানদিককে মাহফিলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন ছারছীনা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ ছাহেব।
হাসান মামুন/এমএএস/পিআর