শ্যামলীতে নকল ওষুধের কারখানায় র্যাবের অভিযান
দীর্ঘদিন ধরে বিদেশি কোম্পানির ওষুধ নকল, উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে অ্যাস্ট্রেন হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ মার্চ) দুপুর থেকে রাজধানীর শ্যামলীতে ওই প্রতিষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযান পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
র্যাব-২-এর উপ-অধিনায়ক ও শিয়া মসজিদ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মির্জা আহমেদ সাইফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে বাজারজাত করে আসছিল অ্যাস্ট্রেন হেলথ কেয়ার নামের কোম্পানিটি। আমরা কিছুদিন ধরেই প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রেখে আজ অভিযান শুরু করি।
তিনি আরও জানান, গুদাম থেকে বিপুল সংখ্যক গ্যাস্ট্রিক, ক্যালসিয়াম, যৌন শক্তিবর্ধক ওষুধ, মশার ওষুধসহ নানা আয়ুর্বেদিক ও হারবাল ওষুধের নকল জব্দ করতে অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
টিটি/এআরএ/এমকেএইচ