অমিতাভ বচ্চনের লিভার ৭৫ শতাংশই অকেজো!


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

বলিউডের সর্বজন শ্রদ্ধেয় তিনি। তাকে ডাকা হয় বলিউড শাহেনশাহ। বলছি অমিতাভ বচ্চনের কথা। ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি জানালেন নিজের জীবনের ভয়ংকর এক তথ্য।

সেটি হলো তার লিভারের ৭৫ শতাংশই নাকি অকেজো। এই নায়ক বেঁচে আছেন মাত্র ২৫ শতাংশের উপর ভর করে।

ঘটনার শুরু রুপালি পর্দার ব্লকব্লাস্টার ছবি ‌‘কুলি’ছবির শুটিংয়ের সময়। ওই ছবিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হন বিগ বি। তখন প্রায় ২০০ মানুষ তাকে ৬০ বোতল রক্ত দেয়। তার মধ্যে হেপাটাইটিস বি রোগীও ছিলো। যার ফলে এই রোগ সংক্রমিত হয় এই শোলে তারকার শরীরেও।

২০০০ সাল পর্যন্ত কিছুই বুঝতে পারেননি বিগ বি। এক দিন চিকিৎসকের কাছে সাধারণ পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে রোগটি। ততদিনে তার যকৃতের ৭৫ শতাংশ নষ্ট করে ফেলেছে হেপাটাইটিস বি। তবে তিনি জানালেন, লিভারের ১২ শতাংশ কাজ করলেও দিব্যি বেঁচে থাকা যায়।
 
পরিসংখ্যান বলছে, ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা চার কোটি। তাই হেপাটাইটিস বি নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন বিগ বি। আর এ বিষয়ে অবদান রাখতে হেপাটাইটিস বি নিয়ে সরকারি প্রচারে বিপণন দূতও নিযুক্ত হয়েছেন তিনি।  

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।