যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৭ মার্চ ২০২১
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে গাড়ির ধাক্কায় আমিনুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে তিনি মারা যান।

নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের কুমুরিয়ায়। তিনি গুলিস্তান ট্রেড সেন্টারে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের শ্যালক টিটু মিয়া বলেন, ‘শুক্রবার (২৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হন আমিনুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাসায় নিয়ে যাই, পরে সেখানেই তিনি মারা যান। যাত্রাবাড়ী থানায় নিয়ে গেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।’

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের স্বজনরা থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।