ব্যাংকক বিস্ফোরণে দুই বিদেশি অভিযুক্ত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এরাওয়ান মন্দিরের কাছে বোমা হামলায় জড়িত দুই বিদেশীকে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। গত আগস্টের ভয়াবহ ওই হামলায় অন্তত ২২ জন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত হয় আরো অনেকেই। খবর বিবিসির।
বিলাল মোহাম্মদ এবং ইউসুফ মিরালি নামে দুইজনকে থাইল্যান্ডের আদালত অভিযুক্ত করেছে। তিন মাস ধরে আটক থাকার পর মঙ্গলবার সকালে দুজনকে আদালতে হাজির করা হয়। বিলাল মোহাম্মদ এবং ইউসুফ মিরালি উভয়ে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট থাইল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের ৯ জন বিদেশি পর্যটক রয়েছেন। এছাড়া চীন ও তাইওয়ানের নাগরিকসহ শতাধিক পর্যটক আহত হন।
এসআইএস/পিআর