মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় যোদ্ধাদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৬ মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩৯ জন ভারতীয় সেনা সস্ত্রীক বৃহস্পতিবার (২৫ মার্চ) বাংলাদেশে আগমন করেন। তারা শুক্রবার (২৬ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সফরকালে ভারতীয় প্রতিনিধিদলটি মহান মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের কালিহাতী এলাকায় প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ২৯ মার্চ ভারতে ফিরে যাবেন।

২৬ মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।