আর্থিক অনুদান পেল ২ পুলিশ সদস্যের পরিবার


প্রকাশিত: ১০:১৩ এএম, ২৪ নভেম্বর ২০১৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে আরএমপির সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহম্মেদ, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, সহকারী কমিশনার মাসুম ও গোলাম সাকলাইন প্রমুখ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্য আনোয়ার হোসেনের স্ত্রী ফুলবানুর হাতে পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।
 
অপরদিকে, আরএমপির অপর পুলিশ সদস্য জয়নুল আবেদিনের স্ত্রী মারুফা খাতুনের হার্টের চিকিৎসার জন্য ৪৭ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়। এর আগে, গত ১৪ নভেম্বর আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্য আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।