রোহিঙ্গাদের নাগরিকত্বের আহ্বান প্রত্যাখ্যান মিয়ানমারের


প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৪ নভেম্বর ২০১৫

মিয়ানমার সরকার দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিকত্ব দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র এবং তথ্যমন্ত্রী ই হিটুট বলেন, সরকার রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্বের অধিকার দেবে না। রোহিঙ্গা শব্দটিই সামগ্রিক ভাবে মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করে বলেও এতে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের সদস্য দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার কাজে নিয়োজিত ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

দেশটিতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা মুসলিম বসবাস করেলেও সরকার তাদেরকে সে দেশের নাগরিক বলে স্বীকার করে না। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নির্যাতিত জাতি বলেছে জাতিসংঘ।

১৯৪৮ সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই উগ্র বৌদ্ধদের হামলার শিকার হচ্ছে তারা। গত কয়েক বছর ধরে উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন চালাচ্ছে। ২০১২ সালে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতায় ২ শতাধিক মানুষ প্রাণহানি ঘটে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।