তাজরীন অগ্নিকাণ্ড : ক্ষতিপূরণ ও দোষীদের গ্রেফতারের দাবি


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২৪ নভেম্বর ২০১৫

তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ, দোষী ব্যক্তিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সমাবেশ করেছে সম্মিলত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের তিন বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

সমাবেশে সংগঠনের প্রচার সম্পাদক ইয়াহিয়া খান বলেন, তাজরীনের ঘটনায় আসল ব্যক্তিরা আইনের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ক্ষতিপূরণের নামে সহায়তা দিয়ে শ্রমিক ঠেকানোর কারসাজি আর কতদিন? সস্তা শ্রমে অধিক মুনাফা করার যে প্রবণতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, অবিলম্বে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আহত ও নিহতদের ক্ষতিপূরণ, তাজরীন মালিকদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমি জোর কণ্ঠে বলতে চাই এই টালবাহানা অবিলম্বে বন্ধ না করলে আমরা শ্রমিক আন্দোলনে যেতে বাধ্য হব।

tajnin

সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মমতাজ বেগম, খাদিজা আক্তার, শামিমা সুলতানা, শ্রমিক নেতা সারোয়ার, সৈকত চৌধুরী, নাসির উদ্দিন প্রমুখ।

একই সময় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৩ বর্ষ পূর্তিতে নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ, নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাষ্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।