পানির দাম বাড়াবে না ঢাকা ওয়াসা
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে ঢাকা ওয়াসা। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ওয়াসার বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার বোর্ড সভার একজন সদস্য জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পানির দাম নির্ধারণ করে থাকে ওয়াসা। সে অনুযায়ী আগামী ১ জুলাই আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে পানির দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
ওয়াসার বোর্ড সভার এই সদস্য আরও জানান, প্রস্তাবিত দামে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম আবাসিক ব্যবহারের জন্য ১৫ টাকা ৮০ পয়সা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ৪২ টাকা। এই দাম বর্তমানে রয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা ও ৪০ টাকা।
এমএমএ/এএএইচ