রিয়ালের কোচ হতে তাড়া নেই জিদানের


প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

চাপে থাকা রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ রাফায়েল বেনিতেজের পরিবর্তে ক্লাবটির রিজার্ভ দলের কোচের দায়িত্বে থাকা ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবল তারকা জিনেদিন জিদানকে প্রধান কোচের দায়িত্ব নেয়ার যে প্রস্তাব বিভিন্ন মহল থেকে দেয়া হয়েছে তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর মাত্র ১৬ ম্যাচের পরিচালনায় থাকা রাফায়েলের ওপর চাপটি বেশি করে এসেছে গত শনিবার চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লিগ ম্যাচে ০-৪ গোলে পরাজিত হওয়ার পর। গত ১৮ মাস ধরে (রিজার্ভ দল) রিয়াল মাদ্রিদ ক্যাসিলার প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন জিদান। তবে এই মুহূর্তে মুল দলের দায়িত্ব নেয়ার মতো প্রস্তুতি নিজের মধ্যে নেই বলে জানিয়েছেন তিনি।

ফরাসি কিংবদন্তি বলেন, ‘বেনিতেজ এক নম্বর দলটির কোচের দায়িত্ব পালন করছেন, আর আমি দায়িত্ব পালন করছি ক্যাসিলা দলের। এখনও পর্যন্ত সবকিছু ঠাকঠাক মতোই চলছে। আমি ক্যাসিলার সঙ্গেই আছি। যদি এই ক্লাবে অবস্থান করি তাহলে ক্যাসিলারই কোচের দায়িত্ব পালন করবো। এখানে দায়িত্ব পালনকালে আমি নিজের ব্যাপারে যতোটুকু অনুভব করছি তাতে প্রথম একাদশের দায়িত্ব পালনের মতো দক্ষতা এখন পর্যন্ত আমি অর্জন করতে পারিনি। আমি ধীরস্থিরভাবেই সবকিছু রপ্ত করে এগিয়ে যেতে চাই। এতে তাড়াহুড়ো করার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যা করছি সেটি থেকে তৃপ্তি লাভ করা। তাই এখন আমি ক্যাসিলার সঙ্গেই আছি।’

শনিবারের বার্সেলোনার কাছে জঘন্য হারের পর ভক্তরা ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের পদত্যাগ দাবি করেছেন। আর স্পেনের সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টে সমর্থকদের হতাশা দূর করতে ব্যাপক জনপ্রিয় জিদানকে ওই পদে নিয়োগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।