শরীয়তপুর শিশু পরিবারের শিশু নিখোঁজ


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

শরীয়তপুর সরকারি শিশু পরিবার থেকে আরমান খালাসী নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির বয়স পাঁচ বছর এক মাস। শনিবার দুপুরে শিশুটি নিখোঁজ হয়। সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে। আরমান শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ গ্রামের রুহুল আমিন খালাসীর ছেলে।

সরেজমিনে জানা যায়, গত ১৫ অক্টোবর শিশুটিকে লেখাপড়ার জন্য শরীয়তপুর শিশু পরিবারে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে শিশুটি সেখানেই থাকতো। শনিবার দুপুরে খাবারের পর থেকে শিশুটি নিখোঁজ হয়।

এদিকে, শিশু আরমানের নিখোঁজ হওয়ার বিষয়টি শিশু পরিবার কর্তৃপক্ষ পুলিশকে এখনো কিছু জানায়নি। আরমানের মা আসমা বেগম ছেলের খোঁজ নিতে এসে জানতে পারেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বিকেলে শিশুটির মা আসমা বেগম পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে শরীয়তপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এবং সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মনোয়ার হোসেনের জানান, শিশুটির খোঁজে এলাকায় মাইকিং করা হয়েছে। এ ঘটনায় যাদের অবহেলা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে শিশু পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ছগির হোসেন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।