মিনা দুর্ঘটনায় কোনো ক্ষতিপূরণ দেয়নি সরকার : ধর্মমন্ত্রী


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণে বাংলাদেশ সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য কাজী ফিরোজ রশীদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ওই দুর্ঘটনায় ১৪৫ জন বাংলাদেশি হাজী মারা গেলেও তাদের কারো মরদেহই এখনও দেশে আসেনি বলেও জানান তিনি।

মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশু ও গণশিক্ষা কর্মসূচি চালুর পর হতে এ পর্যন্ত মোট ১ কোটি ৩৩ লাখ ২ হাজার ১৫০ জনকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা প্রদান করা হয়েছে।

মো. ইসরাফিল আলমের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, কিছু সংখ্যক হজযাত্রী হজ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার পর দেশে ফেরত না এসে বহির্বিশ্বে অবস্থান করে দেশের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ন করছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিমালার আলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।