সপ্তাহব্যাপি প্রাচ্যকলা প্রদর্শনীর উদ্বোধন


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

প্রাচ্যের নিজস্ব ধারায় শিল্পকলার প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট যৌথভাবে প্রাচ্য শিল্পের বিস্তার র্শীষক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্ঠা ড. গওহর রিজভী। উপস্থিত ছিলেন, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান, শিল্পী হাসেম খান, মুনতাসীর মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, বাংলাদেশের আমলাতন্ত্রীক ব্যবস্থ্যা এমন ভাবে গড়ে উঠেছে যেখানে মেধাবীদের মূল্যায় করার ব্যবস্থা নেই। চীন, জাপান, কোরিয়া, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশসহ প্রচ্যের বিভিন্ন দেশে প্রাচ্য শিল্পকলার চর্চা হচ্ছে। এ প্রদর্শনীর মাধ্যমে প্রাচ্যের শিল্পীদের শিল্পকর্মর প্রতি গভীর মমত্ববোধ এবং প্রতিভার পরিচয় পাওয়া যাবে।

সভাপতির ভাষণে বাংলাদেশ জাতীয় জাদুঘেরর মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বাংলাদেশের  আধুনিক শিল্পকলার শিকড় প্রোথিত রয়েছে ইতিহাসের অনেক গভীরে। ঐতিহাসিক সত্য যে, পশ্চিমা শক্তিশালী শিল্পচর্চার বিপরিতে প্রাচ্য কলা ধারাটি কম সমৃদ্ধ নয়। প্রদর্শনীটিতে ১২২ জন বরেণ্য শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।

এএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।