তেহরানে পুতিন


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরাম জিইসিএফের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন তিনি।

জিইসিএফের সম্মেলনে বক্তৃতা দেয়ার কথা রয়েছে তার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল খামেনির সঙ্গেও সাক্ষাত করবেন পুতিন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

১৮টি দেশের এই ফোরামের স্থায়ী সচিবালয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত। এসব দেশের হাতে বিশ্বের মোট গ্যাস সম্পদের শতকরা ৭০ ভাগ রয়েছে। এছাড়া মোট উৎপাদিত গ্যাসের শতকরা ৪২ ভাগ উত্তোলন করে এসব দেশ।

সংস্থার স্থায়ী সদস্য দেশগুলো হলো- আলজেরিয়া, বলিভিয়া, মিশর, গায়ানা, ইরান, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, রাশিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলা। এছাড়া পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে ইরাক, কাজাখস্তান, নেদারল্যান্ড, নরওয়ে, ওমান এবং পেরু।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।