সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত


প্রকাশিত: ১০:১২ এএম, ২৩ নভেম্বর ২০১৫

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান মুন্সিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসক কার্যালয় ওই আদেশের বিষয়টি নিশ্চিত করে।  তিনি বিএনপি-জামায়াত সমর্থক চেয়ারম্যান ছিলেন।  

পুলিশ জানায়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব সশস্ত্র জামায়াত-শিবির ক্যাডারদের হামলার শিকার হন। এ ঘটনায় বিপ্লব বাদী হয়ে সাদুল্যাপুর থানায় ২৯ ডিসেম্বর হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

১৫ অক্টোবর ওই মামলায় পুলিশ সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান মুন্সিসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালতে চার্জশিট গৃহীত হয়।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ জাগো নিউজকে জানান, সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি সম্প্রতি কারাভোগ করেন এবং তার বিরুদ্ধে মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।

তিনি আরও জানান, এখন থেকে সাদুল্যাপুর উপজেলা পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আকতার বানু লাকী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এজন্য সরকারি কোনো নির্দেশ বা পত্রের প্রয়োজন নেই।

অমিত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।