সারাদেশে অবৈধ অস্ত্র কেনাবেচা করতেন তিনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৭ মার্চ ২০২১

গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নূর মির্জা আক্তার বর্ষা (২০) নামে এক অস্ত্র ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড অ্যামুনেশন ও একটি মোবাইল জব্দ করা হয়।

বুধবার (১৭ মার্চ) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।

তিনি বলেন, মঙ্গলবার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল গাজীপুরের আউচপাড়া টঙ্গী কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

jagonews24

গ্রেফতার নারীর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেফতার নূর মির্জা আক্তার বর্ষা অবৈধ অস্ত্র ব্যবসা চক্রের একজন সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।

গ্রেফতার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।