আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১০


প্রকাশিত: ১০:১২ এএম, ১০ নভেম্বর ২০১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ মোট তিনটি শহরে সোমবার পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে।

দেশটির রাজধানী কাবুলে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। প্রায় একই সময় লগার প্রদেশের পুলিশ সদর দফতরে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়।

নাগরহার প্রদেশে একটি রিকশায় লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। এখন পর্যন্ত কোনো দল হামলাগুলোর দায় স্বীকার করেনি।

এর আগে গত রবিবার কাবুলের পুলিশ সদর দফতরে চালানো আত্মঘাতী বোমা হামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হন।

তালেবানরা ওই হামলার দায় স্বীকার করেছিল। গত মাসেও তালেবান হামলায় দেশটির ছয় সেনা সদস্য নিহত হয়। খবর আলজাজিরার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।