দুই মাস আগে ডিভোর্স, বাসা থেকে ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৬ মার্চ ২০২১
ফাইল ছবি

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার একটি বাসা থেকে শওকত আলী (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী বি ব্লকের ৬ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে, ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে নিহতের ভাগিনা ফয়সাল বলেন, ‘আমার মামা একটি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। দুই মাস আগে মামা-মামির ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।’

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।