উত্তরায় খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৬ মার্চ ২০২১

রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের সুইচ গেট এলাকায় খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়।

গত ৮ মার্চ থেকে কিউলেক্স মশা নিধনে অঞ্চলভিত্তিক ক্রাশ প্রোগ্রাম অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। মঙ্গলবার অষ্টম দিনের মতো উত্তরা এলাকায় অভিযান চালায় সংস্থাটি।

সকাল সাড়ে আটটায় এই অভিযান পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ওই খালের সীমানার ভেতর অবৈধ স্থাপনা দেখে উচ্ছেদের নির্দেশ দেন। মেয়রের নির্দেশে তাৎক্ষণিক অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চলছে।

মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই খালটি তুরাগ নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। কিন্তু খালের ওপর বিভিন্ন স্থাপনা তৈরি করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তাই মশক নিধনের পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। এখন আরও ভারি যন্ত্রপাতি নিয়ে আসা হচ্ছে।

এমএমএ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।