উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ হলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৫ মার্চ ২০২১

উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের সভা-সমাবেশ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (১৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান।

jagonews24

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না। তবে ইনডোরে স্বাস্থ্যবিধি মেনে প্রোগ্রাম করা যাবে। নতুন করে করোনা সংক্রমণ বাড়লেও নগরবাসী স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন। তাই নগরবাসীকে সচেতন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নামবেন।’

jagonews24

এদিকে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন শেষে বেলা ১১টা থেকে নগরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নামেন ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা মাস্ক পরিধান নিশ্চিতকরণে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেন। অভিযানে আজ প্রাথমিকভাবে কাউকে জরিমানা না করে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।

অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে মানুষের মাঝে মাস্ক না পরার প্রবণতা বাড়ছে, যার ফলে মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে এবং করোনা সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। তাই আজ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপণিবিতান, শপিংমল ও বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবাইকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। এরপরও যদি মানুষ মাস্ক না পরে তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।