বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন-সমাবেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৫ মার্চ ২০২১

আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস পরীক্ষা পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও টিকাদান কর্মসূচির সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পরীক্ষার্থীরা।

সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরা ‘নো ভ্যাকসিন নো বিসিএস’, ‘জীবনের জন্য বিসিএস, বিসিএসের জন্য জীবন নয়,’- স্লোগান দেন এবং করোনাকালে সব পরীক্ষা পেছালেও বিসিএস কেন নয়- এমন দাবি সম্বলিত প্লাকার্ড হাতে অবস্থান নেন।

জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একজন শিক্ষার্থী বলেন, ‘দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। এ অবস্থায় ১৯ মার্চ বিসিএস পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা না হলে পরীক্ষায় অংশগ্রহণকারীরা করোনা আক্রান্ত হতে পারেন। এর দায়ভার কে নেবে?’

আরেকজন শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা কলেজের হল খোলা নেই, কোথাও কোনো পরীক্ষা হচ্ছে না। কিন্তু বিসিএস পরীক্ষাই কেন নিতে হবে? আমাদের কি করোনা ধরবে না?’

শাওন নামের আরেকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না। আমরা পরীক্ষায় বসতে চাই। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে অংশগ্রহণ করলে আমরা সংক্রমিত হয়ে মৃত্যুর শিকার হতে পারি।’

তারা বিসিএস পরীক্ষা পিছিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমইউ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।