পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা


প্রকাশিত: ০২:৪৩ এএম, ২৩ নভেম্বর ২০১৫

পশ্চিম তীরে ফের তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে এরা নিহত হন। এএফপি ও রয়টার্স।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, দু`জন ফিলিস্তিনির একজন ছুরি নিয়ে এবং আরেকজন ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে ইসরায়েলিদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই দু`জনসহ আরও একজন নিহত হয়। ছুরি নিয়ে হামলাকারী একজন নারী বলে জানা গেছে। নাবলুসের দক্ষিণাঞ্চলের একটি জংশনে এ ঘটনা ঘটে।

সেপ্টেম্বর মাসের শেষ দিকে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েলী সেনারা। তখন দুই পক্ষের মধ্যে শুরু হয় সহিংসতা। এ পর্যন্ত সহিংসতায় ৯১ ফিলিস্তিনি এবং ১৫ ইসরায়েলী নিহত হয়েছেন।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।