পিএসসিতে বরিশাল বিভাগে ৬ হাজার ৩৭১ পরীক্ষার্থী অনুপস্থিত
প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৬ হাজার ৩৭১ শিশু পরীক্ষার্থী কেন্দ্রে যায়নি।
রোববার অনুষ্ঠিত বরিশাল বিভাগের ৫০৪টি কেন্দ্রে প্রথম দিন ইংরেজি পরীক্ষা দিয়েছে এক লাখ ৬৮ হাজার ৪২৭ জন ক্ষুদে পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন।
সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর দেড়টায়। বরিশালে প্রথম দিন পিএসসিতে উপস্থিতির হার ছিল ৯৬ ভাগ।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী জানান, প্রথম পরীক্ষায় বরিশাল জেলায় অনুপস্থিত ছিল এক হাজার ৮৭৪ জন, ঝালকাঠীতে ২৭৪, বরগুনায় ৮৩৯, পটুয়াখালীতে ৯৯৭, ভোলায় এক হাজার ৮৬১ এবং পিরোজপুরে ৫২৬ জন শিশু শিক্ষার্থী পরীক্ষা দেয়নি।
সাইফ আমীন/এমএএস/পিআর