রাতেও ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৩ মার্চ ২০২১

রাজধানীসহ দেশের বেশকিছু অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হয়েছে। আজ রাতসহ রোববারও (১৪ মার্চ) দেশের ৫ বিভাগের দুয়েক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকায় আজ ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৮ মিলিমিটার, মাদারীপুরে ১ মিলিমিটার, চাঁদপুরে ২ মিলিমিটার, ঈশ্বরদীতে ১ মিলিমিটার, বগুড়ায় ৬ মিলিমিটার, ডিমলায় ২ মিলিমিটার, রাজারহাটে ৬ মিলিমিটার ও বরিশালে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর বাইরেও নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পিডি/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।