১৯৬ দেশে বাংলাদেশি পণ্য রফতানি হচ্ছে : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২২ নভেম্বর ২০১৫

বর্তমানের মোট ১৯৬টি দেশে বাংলাদেশি পণ্য রফতানি হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রফতানি বাণিজ্যির গুণগত পরিবর্তন আনতে ও বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সময়োপযোগী রফতানি নীতি ২০১৫-১৮ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, দেশের মোট রফতানির প্রায় ৮২ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরে এ খাত থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৩৭১ মিলিয়ন মার্কিন ডলার।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিদেশে ক্ষুদ্র রফতানি করার বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।