বেনাপোলে ৭ লাখ হুন্ডির টাকাসহ যুবক আটক


প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ নভেম্বর ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা নামক স্থান থেকে ৭ লাখ এক হাজার হুন্ডির টাকাসহ আব্দুস সালাম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার বেলা তিনটার দিকে তাকে আটক করা হয়।

আটক আব্দুস সালাম বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের খালেকের ছেলে। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আয়ূব আলী জানান, গোপন সংবাদে জানা যায়, সালাম নামে এক যুবক বিপুল পরিমাণ টাকা ভারতে পাচারের জন্য শিকড়ি বটতলা নামক স্থানে অপেক্ষা করছেন। সেখানে অভিযান চালিয়ে সালামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ লাখ এক হাজার টাকা পাওয়া যায়। সালামকে অবৈধভাবে ভারতে হুন্ডির টাকা পাঠানোর অভিযোগে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।