ম্যানসিটির বিপক্ষে লিভারপুলের বড় জয়


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২২ নভেম্বর ২০১৫

ইংলিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক দর্শকদের নিরাশ করে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে লিভারপুল। লজ্জাজনক এ হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছে ম্যানসিটি।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের দুই ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো ও রবার্তো ফিরমিনোর পারফরম্যান্সের বিপক্ষে প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি ম্যানসিটি। অবশ্য, সিটিজেনদের ফ্রেঞ্চ ডিফেন্ডার মানগালার আত্মঘাতী গোলেই সাত মিনিটের মাথায় লিড নেয় অল রেডসরা। ম্যাচের ২৩ মিনিটে ফিরমিনোর ক্রস থেকে বল জালে জড়ান কুতিনহো। ম্যাচের ৩২তম মিনিটে এবার কুতিনহোর পাসে জালে বল জড়ান ফিরমিনো। প্রথমার্ধের এক মিনিট আগে একটি গোল পরিশোধ করেন সার্জিও আগুয়েরো।

liverpool

বিরতির পর অল রেডসদের আক্রমণাত্মক ফুটবলের সামনে ডিফেন্স সামলাতেই হিমশিম খায় মার্টিন ডেমিচেলিসরা। এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে ম্যানসিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্লোভাকিয়ান ডিফেন্ডার মার্টিন স্কারটেল। ম্যাচ শেষে স্টার্লিং-ডি ব্রুইনদের হতাশার বিপরীতে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।