লক্ষ্মীপুরে পরীক্ষা দিচ্ছে ৪০ হাজার খুদে শিক্ষার্থী


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২২ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

লক্ষ্মীপুরে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপণী ও ইবতেদায়ী পরীক্ষায় প্রায় ৪০ হাজার খুদে শিক্ষার্থী অংশ নিয়েছে। রোববার সকাল থেকে দেশব্যাপী একযোগে এ পরীক্ষা শুরু হয়। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় ৮১ কেন্দ্রে মোট ৪০ হাজার ৮শ ৫৭ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে রামগতি উপজেলায় ১২টি কেন্দ্রে ৫ হাজার ৭৬, ইবতেদায়ী পরীক্ষায় ৯শ ৮৫ শিক্ষার্থী, রায়পুরের ১৭ কেন্দ্রে প্রাথমিক ৫ হাজার ৬শ ৭৩, ইবতেদায়ী এক হাজার ২৩৩। রামগঞ্জ উপজেলার ১৫ কেন্দ্রে প্রাথমিক ৫ হাজার ৫শ ৮১, ইবতেদায়ী এক হাজার ৪৬৮ জন। কমলনগরে ১৪ পরীক্ষা কেন্দ্রে প্রাথমিকে তিন হাজার ২৪৮, ইবতেদায়ী এক হাজার ১৫৫ ও লক্ষ্মীপুর সদর উপজেলার ২৩ কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপণীতে ১২ হাজার ৬৩৬ এবং ইবতেদায়ী মাদ্রাসায় তিন হাজার ৮০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ জাগো নিউজকে বলেন, গত বছরের চেয়ে এবার শিক্ষার্থীর সংখ্যা বেশি। সমাপণী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সহযোগিতা প্রয়োজন।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।