ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি, হতে পারে কালও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৭ মার্চ ২০২১
ফাইল ছবি

রাজধানী জুড়ে ফোটা ফোটা বৃষ্টি হয়েছে। রোববার (৭ মার্চ) রাত ৯টার দিকের এই অল্প বৃষ্টি চলতি মৌসুমে ঢাকায় প্রথম বৃষ্টি।

সোমবারও (৮ মার্চ) বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ঢাকায় একটু বৃষ্টি হলো। রাতে বৃষ্টির সম্ভাবনা কম। এখন বজ্রসহ দমকা বাতাসও হতে পারে। ঢাকায় আগামীকালও হালকা বৃষ্টিসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পিডি/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।