এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সমাবেশ চলছে


প্রকাশিত: ০৫:০৯ এএম, ২২ নভেম্বর ২০১৫

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে শিক্ষকদের সমাবেশ চলছে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন`-এর আহ্বানে এ কর্মসূচি চলছে।

এর আগে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান  কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সেই সঙ্গে রোববার (আজ) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ সফল করার জন্য সারাদেশে সকল নন-এমপিও শিক্ষক কর্মচারীদের আহ্বান জানান।

এএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।