সাকার দাফন সম্পন্ন


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২২ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফন সম্পন্ন করা হয়েছে।  রোববার সকাল সাড়ে ৯টার রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৯টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের রাউজানে পৌঁছায়। পরে সোয়া ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মজাহার বিপ্লবের কাছ থেকে সাকার মরদেহ বুঝে নেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

জানাজা নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। সাকার বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে গহিরা কলেজ মাঠে জানাজা করতে চাইলে প্রশাসনের বাধায় তা হতে পারেনি। পরে নিজ বাড়ী বায়তুল বিল্লাল উঠানেই সাকার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাকা চৌধুরীর পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। এর দুই ঘণ্টা পর করা নিরাপত্তায় তার মৃতদেহ নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয় অ্যাম্বুলেন্স। কারাগার থেকে চারটি অ্যাম্বুলেন্স বের হয় যার চারটিতে কফিন আর আর দুটিতে মরদেহ এবং পাশাপাশি আরো দুটি পুলিশের গাড়ি ও দুটি র্যাবের গাড়ি ছিল।

জীবন মুছা/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।