মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সোয়া ৭ টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আইডিয়াল ক্যাডেট মাদরাসা গেটের ডান পাশে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার নিজ জেলা ফরিদপুরে নেয়া হয়। রোবাবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে তার নিজ বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়।
মুজাহিদের বাবা মাওলানা আব্দুল আলীর ট্রাস্টকৃত মাদরাসা আইডিয়াল ক্যাডেট মাদরাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পরিচালনা করেন মুজাহিদের ভাই ফরিদপুর পৌর জামায়াতের নায়েবে আমির আলী আফজাল মোহম্মদ খালেফ। পরে সকাল সোয়া ৭ টায় আইডিয়াল ক্যাডেট মাদরাসা গেটের ডান পাশে তাকে দাফন করা হয়।
এ সময় জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মী জানাযায় অংশ নেয়। জানাযাকে ঘিরে মাদরাসার চার পাশে র্যাব, পুলিশ, এপিবিএনসহ ব্যাপক আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। পুলিশের ব্যারিকেটে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানাযা স্থলে পৌঁছাতে পারেনি।
এসএম তরুন/এসএস/এমএস
মুজাহিদের দাফন সম্পন্ন
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সোয়া ৭ টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আইডিয়াল ক্যাডেট মাদরাসা গেটের ডান পাশে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার নিজ জেলা ফরিদপুরে নেয়া হয়। রোবাবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে তার নিজ বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়।
মুজাহিদের বাবা মাওলানা আব্দুল আলীর ট্রাস্টকৃত মাদরাসা আইডিয়াল ক্যাডেট মাদরাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পরিচালনা করেন মুজাহিদের ভাই ফরিদপুর পৌর জামায়াতের নায়েবে আমির আলী আফজাল মোহম্মদ খালেফ। পরে সকাল সোয়া ৭ টায় আইডিয়াল ক্যাডেট মাদরাসা গেটের ডান পাশে তাকে দাফন করা হয়।
এ সময় জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মী জানাযায় অংশ নেয়। জানাযাকে ঘিরে মাদরাসার চার পাশে র্যাব, পুলিশ, এপিবিএনসহ ব্যাপক আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। পুলিশের ব্যারিকেটে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানাযা স্থলে পৌঁছাতে পারেনি।
এসএম তরুন/এসএস/এমএস