রাজধানীতে হিযবুত তাহরীরের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৬ মার্চ ২০২১

রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সূত্রাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে সূত্রাপুর থানার সুভাষ বোস এভিনিউয়ের ডিআইটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের।

শনিবার (৬ মার্চ) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান জাগো নিউজকে বলেন, ‘তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করাসহ দেশকে অস্থিতিশীল করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে নাশকতামূলক কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।’

গ্রেফতারকৃতরা হলেন- আতিকুর রহমান, মাকসুদুর রহমান ও এস এম সজিব।

ওসি মামুনুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে সাইয়েদ আবুল আ’লা মওদূদীর লেখা ৫টি বই, মাসিক রিপোর্ট-১টি, বার্ষিক রিপোর্ট ১টি, স্পাইরাল বাইন্ডিং করা বই-১টি ও ১টি সাদা প্যাড জব্দ করা হয়।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।