পুরান ঢাকায় বিস্ফোরকসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৫ মার্চ ২০২১

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৪ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিধানিক দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. হৃদয় (২২), মো. মুন্না ওরফে রজব (২১), মো. নুরে আলম তপু (৩৯), ও মোহাম্মদ রাব্বি (১৯)।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম।

jagonews24

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর চকবাজারের চক সার্কুলার রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ৯৯১ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য, একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গোপনীয়তার সঙ্গে দীর্ঘদিন ধরে বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রি করে আসছিলেন তারা। এ ধরনের বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রির ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি মানুষের জীবনহানিও হতে পারে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।