মুজাহিদের ফাঁসি কার্যকরের খবরে ফরিদপুরে আনন্দ মিছিল


প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২১ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৭১-এর নরঘাতক আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় ফরিদপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১২টার পর ফাঁসির রায় কার্যকরের সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।

রাতে জেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাজ্জাত হোসেন বরকত, আব্দুর রাজ্জাক মোল্যা, সামছুল আলম চৌধুরী, শওকত আলী জাহিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসির রায় কার্যকর উপলক্ষে পুরো ফরিদপুর শহর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফরিদপুর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন