প্রাণভিক্ষার আবেদন নাকচ


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২১ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়েছে।

শনিবার রাত সাড়ে আটটার পর বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাকা-মুজাহিদ রাষ্ট্রপতি বরাবর প্রাণভিক্ষার আবেদন করলে তা আমলে না নিয়ে নাকচ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই সাকা-মুজাহিদের পরিবারকে শেষ সাক্ষাতের জন্য ডেকে পাঠায় কারাকর্তৃপক্ষ।

সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, কারাকর্তৃপক্ষ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারকে ডেকে পাঠিয়েছেন। তার (সাকা) পরিবারের সদস্যরা কারাগারের উদ্দেশ্যে ইতোমধ্যে রওনা দিয়েছেন।

জেইউ/এআর/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন