চীন ও বাংলাদেশর বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২১ নভেম্বর ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের রয়েছে বন্ধুপ্রতীম সম্পর্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর চীন সফরে গিয়ে এই বন্ধুত্বের সূচনা করেছিলেন। আর সেই সম্পর্ক আজো বিরাজমান রয়েছে। মাঝখানে বিএনপির আমলে এই বন্ধুত্বের কিছুটা ভাটা পড়লেও শেখ হাসিনা সরকার গঠনের পর তা আবারো মজবুত হয়।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেঘাই কমিউনিটি কমপ্লেক্স পরিদর্শন শেষে কমিউনিটি ক্লিনিক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিভিন্ন উন্নয়ন কাজে চীন বাংলাদেশকে সহায়তা করে আসছে। আগামীতে আরো বেশি উন্নয়ন কাজ চীন ও বাংলাদেশ এক সঙ্গে করবে। তিনি চীনের এই বন্ধুত্বে জন্য ভাইস মিনিস্টারসহ চীনের সকল জনগণকে অভিনন্দন জানান।

এ সময় চীনের স্বাস্থ্য ও পরিবার কাউন্সিলের ভাইস মিনিস্টার মি. ওয়াং পি এ্যান বলেছেনে, বাংলাদেশের মানুষ বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ তথা সিরাজগঞ্জের কাজিপুরে না আসলে তা জানা হতো না। বাংলাদেশের আতিথেয়তায় তিনি মুগ্ধ। এ দেশের মানুষ বন্ধুত্বসুলভ বলেই খুব শিগগিরই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ-চীন মৈত্রী ছিলো, আছে ও থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, পিপিডির ডাইরেক্টর জো থমাস, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, জেলা প্রশাসক বিল­াল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ চীন ও বাংলাদেশের ঊর্ধ্বতন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাদল ভৌমিক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।