এবারের ইত্যাদি নোয়াখালীতে


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২১ নভেম্বর ২০১৫

বহুল আলোচিত এবং বাংলাদেশ টেলিভিশনের তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‌‌‘ইত্যাদি’। হানিফ সংকেতের উপস্থাপনায় এই অনুষ্ঠানটির এবারের পর্বের দৃশ্য ধারণ করা হয়েছে নোয়াখালীতে।

জানা গেছে, ১৬ নভেম্বর নোয়াখালীর মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে হাজির হয়েছিলেন প্রায় ২০ হাজার দর্শক। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলেছে অনুষ্ঠানটির চিত্রায়নের কাজ। বরাবরের মত ‘ইত্যাদি’ অনুষ্ঠানটির  উপস্থাপনার পাশাপাশি গ্রন্থনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।

অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়েছে, এবারের ইত্যাদিতে দেখা যাবে বৃহত্তর নোয়াখালীর দুই অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও তারিনকে। তারা অংশ নিয়েছেন অনুষ্ঠানটির দর্শক পর্বে। দর্শকদের সঙ্গে তারা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অভিনয় করেন। তাছাড়া অন্যান্যবারের ন্যায় এবারের ইত্যাদির পর্বেও থাকবে বিভিন্ন চমক।

এটি ২৭ নভেম্বর রাত ৮টা বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে ৬ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।