হাসপাতাল ছেড়েছেন বাবর


প্রকাশিত: ১১:০৬ এএম, ২১ নভেম্বর ২০১৫

১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন। শনিবার বেলা ৩টায় তিনি হাসপাতাল ত্যাগ করেছেন বলে ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঢামেকে ভর্তি করা হয় বলে জানান হাসাপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক সেন্টু চন্দ্র।

জানা যায়, সোয়া ১০টার দিকে বাবরকে পুলিশি পাহারায় ঢামেকে আনা হয়। সেখানে বহির্বিভাগে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব আনুষ্ঠানিকতা শেষে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, লুৎফুজ্জামান বাবর সিভিয়ার অ্যাজমা ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন।

এসএ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।